নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের আলোচিত অটোরিকসা চালক মঞ্জিল মিয়া (৫২) হত্যা মামলার অন্যতম আসামী নুরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম পাঁট দিনের রিমান্ড আবেদন করলে বুধবার বিকেলে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। পুুলিশ ও অন্যান্য সুত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর তারিখ বুধবার রাতে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জাল্লাবাদ গ্রামের নিরীহ অটোরিকসাচালক মঞ্জিল মিয়াকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর কাইকুরদিয়া গ্রামের একটি ফিসারীর পাড় থেকে পুলিশ অটোরিকসা চালক মঞ্জিল মিয়ার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছেলে সফিকুল ইসলাম ৭ জনকে আসামী করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলাটি সিআইডিতে প্রেরণ করা হয়। এ মামলার অন্যতম আসামী নুরুল ইসলামকে গত ১৭ আগস্ট করিমগঞ্জের সিংগুয়া এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে সিআইডির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
কিশোরগঞ্জের মঞ্জিল হত্যা মামলার আসামী নুরুল ইসলামের চারদিনের রিমান্ড মঞ্জুর
প্রকাশ : Aug 24, 2016 | Comments Off on কিশোরগঞ্জের মঞ্জিল হত্যা মামলার আসামী নুরুল ইসলামের চারদিনের রিমান্ড মঞ্জুর