logo

কিশোরগঞ্জের নীলগঞ্জ-তাড়াইল সড়কের বেহালদশা ॥ যাতায়তকারীদের জন দুর্ভোগ চরমে

নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ সদরের কিশোরগঞ্জ-নীলগঞ্জ-তাড়াইল সড়কের বেহালদশা। রাস্তার এখানে ওখানে গর্ত হয়ে গেছে, আবার কোথাও  ইট খোয়া, পীচ উঠে গিয়ে কাদামাটি জমে রয়েছে। এই শরতেও সামান্য বৃষ্টিতে রাস্তাঘাটের এই অবস্থা বিরাজমান। পায়ে হেঁটে চলতে গিয়ে পিছলে পড়ে যাওয়াই স্বাভাবিক। । রাস্তা মেরামতের দিকে কারো নজর নেই। এভাবেই রাস্তার কথা বলছিলেন পথচারী সেলিম। তার এ কথাগুলো শুনে রিকশাওলা বলল, আপনিত এদেশের নাগরকি। তবে বিদেশের কেউ যদি বেড়াতে এসে কিশোরগঞ্জ শহররে রাস্তাঘাটের এ বেহাল অবস্থা দেখেন তখনতো তারা আর আসবেন না। কলাপাড়ার বাসিন্দা আঃ হাই বলেন আগে সাইকেলে করে বাড়ি থেকে শহরে আসতাম। রাস্তাঘাটের এ অবস্থা দেখে সাইকেলটিও বিক্রি করে দিয়েছি। এখন বিকল্প পথে রেল লাইন দিয়ে যাতায়াত করে শহরে আসি। তাড়াইলের বাসিন্দা আবুল কাশেম বলেন, তাড়াইলে আমার বাড়ি ছিল। সে সুবাদে প্রায়ই গাড়ীতে করে যাতায়াত করতাম। এতে করে আমার কমরে ব্যাথা সৃষ্টি হয়। তাই এখন আর বাড়িতে যাই না, শহরেই বাসা নিয়ে থাকি। ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন বাড়ি থেকে শহরে আমার তিনবার যাতায়াত করতে হয়। রাস্তা ভাল না হওয়ায় ভাড়াও দ্বিগুন গুনতে হয়। কয়েকজন অসুস্থ রোগীরা বলেন , রাস্তায় খানাখন্দ থাকায় পরিবেশ হুমকির মুখে পড়ছে। মানুষের স্বাস্থ্যহানী ঘটছে। নীলগঞ্জ-তাড়াইল সড়কে যাতায়াতে আমাদের প্রচুর কষ্ট ও দুর্ভোগ পোহাতে হয়। অটো চালক রাজিব, দুলাল,রাব্বি বলেন, রাস্তাটি লোক ও যান চলাচলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। রাস্তা ভাল না থাকায় ভাড়া বেশি নিচ্ছি। রাস্তা ভাল থাকলে আমরা ভাড়া কম নিলেও পোষত। কলেজ শিক্ষার্থী বর্ষা, হেনা ও সুমন জানান,  প্রতিদিনই এ রাস্তা দিয়ে আমাদেরকে শহরে যেতে হয়। কিন্তু রাস্তা ভাল না থাকায় সময়মত কলেজে পৌঁছতে পারি না। এলাকাবাসী জানান, নীলগঞ্জ-তাড়াইল সড়কের নীলগঞ্জ বাজারটি একটি ঐতিহ্যবাহী বাজার। এখানে প্রতি শনিবার ও বুধবার এবং কিশোরগঞ্জে প্রতি রোববার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক বাজার জমে থাকে। এসব বাজারে বিভিন্ন দুর দুরান্ত এলাকার মানুষ পাইকারী ও খুচরা মালামাল কিনতে আসেন। কিন্ত রাস্তার মান ভাল না থাকায় আগের মত পাইকার ও ব্যবসায়ীদের আনাগোনা নেই। নীলগঞ্জ-তাড়াইল সড়কটি কবে সংস্কার হবে জানতে চাইলে কিশোরগঞ্জ সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক জানান, বর্তমানে রাস্তাটি ১২ ফিট প্রশস্ত রয়েছে। তাই এটিকে ১৮ ফিট করে প্রায় ১১ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য একটি প্রকল্প তৈরী করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। অর্থ পাওয়ার পর পরই রাস্তার কাজ শুরু হয়ে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরী ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন ভোক্তভোগীরা।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে