logo

কিশোরগঞ্জের নিকলীতে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের নিকলীতে পানিতে ডুবে চাচাতো ভাই সম্পর্কের দুই শিশু মারা গেছে। শুক্রবার (১৯ জুন) বিকালে উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় পানিতে ডুবে মর্মান্তিকভাবে দুই শিশুর মৃত্যুর এই ঘটনাটি ঘটে।
মারা যাওয়া দুই শিশুর নাম দেলোয়ার (৩) ও পাভেল (৪)। তাদের মধ্যে দেলোয়ার নোয়াপাড়া গ্রামের হারিছ মিয়ার ছেলে এবং পাভেল ফারুক মিয়ার ছেলে।
পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু দেলোয়ার ও পাভেল সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেলোয়ার ও পাভেল বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সবার অজান্তে তারা বাড়ির পাশের বর্ষার পানিতে পড়ে যায়। স্বজনেরা দুই শিশুকে না পেয়ে তাদের খোঁজ করেন।
পরে বর্ষার পানিতে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করেন।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে