নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের নরসুন্দা নদী খনন কাজ পরিদর্শন ও উন্মুক্ত মতবিনিময় করেছেন তিন সচিব। বুধবার বিকেলে জেলা শহরের কালীবাড়িস্থ নরসুন্দা নদীর তীরের পরম চত্বরে অনুষ্ঠিত মতবিনিময়সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয়ের সচিব আব্দুল মালেক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া। নরসুন্দী নদীর প্রকল্পের উপর প্রামান্য তথ্য ও চিত্র উপস্থাপন করেন এলজিইডির প্রকল্প পরিচালক আ.ছালাম মন্ডল। প্রদর্শিত প্রামান্য চিত্রের উপর আলোচনা করেন জেলা পরিষদ প্রশাসক অ্যডভোকেট মো.জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো.আজিমুদ্দিন বিশ্বাস, পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো.কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু,অতিরিক্ত পুলিশ সুপার মো.রাকিব খান। নরসুন্দা নদীর অনিয়ম অব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় জনতার পক্ষে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান ও শেখ সেলিম কবীর, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি বাদল রহমান,সাবেক ছাত্র নেতা এনায়েত করিম অমি,সাংবাদিক শেখ মাসুদ ইকবাল প্রমুখ। মতবিনিময়সভায় জানানো হয়,সাবেক এলজিআরডি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নদী পুন খনন ও লেকসিটির জন্য প্রথমে ৬৪ কোটি টাকার একটি প্রকল্প নেন। পরবর্তীতে আরও টাকা বাড়িয়ে প্রায় ১১০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। চলমান এসব প্রকল্প বাস্তবায়নকালে নানা অনিয়ম ও অব্যস্থাপনার বিষয়ে স্থানীয় জনতা ক্ষোভ প্রকাশ করেন। মতবিনিময়কালে সচিবগন প্রশ্নকারীদেরকে আশ্বস্ত করে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের সকল কাজ সম্পন্ন করা হবে। অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে বাকী কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। নরসুন্দা নদীর প্রকল্প পরিচালককে এলাকায় উপস্থিত থেকে সকল কাজ বাস্তবায়ন এবং প্রতি সপ্তাহে কাজের অগ্রগতি বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করবেন। পরে জেলা প্রশাসক তা ওয়েব সাইটে প্রকাশ করে জনগণকে অবহিত করবেন। এর আগে সচিবগণ সরসুন্দা নদীর প্রকল্প কাজ পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.কে. নাসিম খান, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেনিন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মুনিরুজ্জমান খান চৌধুরী সোহেলসহ, জেলা শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জের নরসুন্দা নদী খনন লেকসিটির কাজ পরিদর্শন ও উন্মুক্ত মতবিনিময়সভা করলেন তিন সচিব
প্রকাশ : Aug 18, 2016 | Comments Off on কিশোরগঞ্জের নরসুন্দা নদী খনন লেকসিটির কাজ পরিদর্শন ও উন্মুক্ত মতবিনিময়সভা করলেন তিন সচিব
