অনিয়মের দায়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামিল আজ শুক্রবার এই আদালত পরিচালনা করেন।
মৎস্য হ্যাচারি আইন ২০১০ অনুযায়ী, নিবন্ধন ব্যতীত বাণিজ্যিক উদ্দেশ্যে মৎস্য হ্যাচারি স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামিল।
অন্যদিকে সরকার কর্তৃক নির্ধারিত পণ্য পাটজাত মোড়কজাতকরণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও সরবরাহের দায়ে কটিয়াদী উপজেলার কলেজ রোডের মেসার্স গোপীনাথ ভাণ্ডার এবং মেসার্স মহিউদ্দিন স্টোরের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা ২০১৩-এর বিধানমতে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এই ছয় প্রকার দ্রব্য বিক্রি, বিতরণ ও সরবরাহের ক্ষেত্রে পাটজাত মোড়ক দ্বারা মোড়কজাতকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
এ ছাড়া একই অভিযানে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ছাড়া বিড়ি বাজারজাত ও মজুদের কারণে কটিয়াদী উপজেলায় অবস্থিত দিলীপ বিড়ি ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় দিলীপ বিড়ির ফ্যাক্টরি থেকে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ব্যতীত বিড়ির প্যাকেটে ব্যবহার্য বিপুল পরিমাণ ছাপানো কাগজ জব্দ করা হয়। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০১৫ ভঙ্গ করার কারণেই এই জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত জানিয়েছেন।
তিনটি প্রতিষ্ঠানের মালিক দোষ স্বীকার করে সঙ্গে সঙ্গে জরিমানার টাকা পরিশোধ করেন বলে জানা গেছে।