নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজসেবক মোঃ আমিনুল ইসলাম আশফাক। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ভূইয়া। রোববার দুপুরে সদর উপজেলা পরিষদের মাধ্যমিক শিক্ষা অফিসে অভিভাবক সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন। প্রথমে নবনির্বাচিত অভিভাবক সদস্য এম এ সাদেক মুকুল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে প্রার্থী সমাজসেবক মোঃ আমিনুল ইসলাম আশফাকের নাম প্রস্তাব করেন। তার এ প্রস্তাব সমর্থন করেন আরেক নবনির্বাচিত সদস্য সাংবাদিক মোঃ ফারুকুজ্জামান ফারুক। এরপর অন্যান্য সদস্যরা ও ভোটারগন তাকে সমর্থন ও রেজিঃবহিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, শিক্ষক সাইফুল ইসলাম ভূইয়া, সিরাজুল ইসলাম ও জাহানারা আক্তার, নবনির্বাচিত সদস্য মোঃ শাহাবুদ্দিন, হাফিজুর রহমান মানিক, লাকী খান প্রমুখ। এদিকে মোঃ আমিনুল ইসলাম আশফাক সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন তাকে অভিনন্দন জানিয়েছেন।
কিশোরগঞ্জের আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন আশফাক
প্রকাশ : Aug 21, 2016 | Comments Off on কিশোরগঞ্জের আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন আশফাক
