নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
আধুনিক ব্যাংক সেবার প্রতিশ্রুতি নিয়ে মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের কালিয়ারচাপড়ায় এনআরবি গ্লোবাল ব্যাংকের ৩৩তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের চেয়ারম্যান নিজাম চেীধুরী আমন্ত্রিত অতিথিবৃন্দকে নিয়ে ফিতা কেটে এনআরবি গ্লোবাল ব্যাংকের ৩৩তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া পৌর মেয়র অ্যাডভোকেট জালাল উদ্দিন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, স্থানীয় ব্যবসায়ী খায়রুল আলম খান প্রমুখ। বক্তারা বলেন, উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশে ও দেশের বাইরে তাঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ ও পাশাপাশি গ্রাহক সেবা নিশ্চিত করার আহবান জানান। এসময় প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা ব্যবস্থাপকবৃন্দ, আমন্ত্রিত অতিথি, গ্রাহক, ব্যবসায়ী ও প্রিন্ট-ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিসিধিরা উপস্থিত ছিলেন।