সোনাতলা ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় করোনা উপসর্গ নিয়ে মৃত রিনা বেগমের (৫৫) লাশ স্বজন ও প্রতিবেশীরা গোসল করাতে ভয় পেলেও তাকে গোসল করিয়ে মানবতা দেখিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের কুশাহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার দিনভর ঘটনাটি পুরো জেলার মানুষের মুখে মুখে প্রচার হয়েছে। সবাই ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, সোনাতলা উপজেলার কুশাহাটা গ্রামের মোতালেব হোসেন বেশ কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রী রিনা বেগমও করোনা সাসপেকটেড। গত মঙ্গলবার তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৩টার দিকে তিনি মারা যান। লাশ বাড়িতে আনা হলে দাফনের গোসল করাতে কেউ রাজি হননি। অনেকে ভয়ে তাদের বাড়ির আশপাশে যাননি।
সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, কুশাহাটা গ্রামের মোতালেব হোসেন করোনায় আক্রান্ত। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুসারে তার স্ত্রী রিনা বেগম করোনা সন্দিগ্ধ। রিনা বেগমের মেয়ে জানান- গ্রামের কেউ তার মায়ের লাশ গোসলে রাজি হচ্ছে না।
তিনি জানান, খবরটি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান রোস্তম আলী মণ্ডল, তিনি (ওসি), ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন রাত ২টার দিকে মৃতের বাড়িতে যান। কেউ রাজি না থাকায় নির্বাহী কর্মকর্তা এক নারীর সহযোগিতায় লাশ গোসল করান। পরে তাদের অনুরোধে কয়েকজন গ্রামবাসী এলে জানাজা শেষে কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহিয়া কামাল দীর্ঘক্ষণ ফোন না ধরায় ওই নারী করোনা পজিটিভ না করোনা উপসর্গে মারা গেছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন সাংবাদিকদের জানান, মৃত ওই নারীকে গোসল করাতে কেউ রাজি হচ্ছিলেন না। তার স্বামী করোনায় আক্রান্ত। তিনি এক বৃদ্ধার সহযোগিতায় তাকে গোসল করিয়েছেন।