স্পোর্টস ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বুমবুম শহীদ আফ্রিদি।
শনিবার দুপুরে নিজের করোনা আক্রান্তের খবর ফেসবুক পেজে জানিয়েছেন আফ্রিদি নিজেই।
নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল আমার। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। এরপর কোভিড-১৯ টেস্ট করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।’