ঘটনা প্রবাহ ডেস্কঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় শ্বাসকষ্টে মারা যাওয়া এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এজন্য উপজেলার কাদিরজঙ্গল ও জাফরাবাদ ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়েছে। এই প্রথমবার কিশোরগঞ্জ জেলায় করোনা পজিটিভ শনাক্ত হয়ার খবর পাওয়া গেলো।
সোমবার রাতে জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মুসলিমপাড়ার নিজ বাড়িতে তিনি মারা যান ওই ব্যবসায়ী। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য (IPH) প্রেরণ করা হয়। আজ করোনা আক্রান্ত হয়েছিলেন বলে পজেটিভ রিপোর্ট আসে।
কিশোরগঞ্জের জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান,রিপোর্ট পাওয়ার পর করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ও পার্শ্ববর্তী জাফরাবাদ ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা: মো. মুজিবুর রহমান জানান, এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ও-ই ব্যক্তির মৃত্যু খবর পেয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালী আইইডিসিআর- এ পাঠানো হয় এবং তার পরিবার ও নমুনা সংগ্রহ করতে আসা চিকিৎসকদের কেয়ারেন্টিনে পাঠানো হয়।
আজ মঙ্গলবার রাতে ঢাকা থেকে পজেটিভ হওয়ার এ রিপোর্ট আসে।