করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংদবাদদাতা:
কিশোরগঞ্জের করিমগঞ্জে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভাটিয়া-জহিরকোণা গ্রামের আঙ্গুর মিয়ার কন্যা আছমা আক্তারের (১৯) গলাকাটা লাশ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে বাড়িসংলগ্ন একটি বাঁশঝাড়ের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে দুই বছর আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর আছমা আক্তার তার পিতার বাড়িতেই থাকত। বুধবার রাতে যে কোনো সময় সে ঘর থেকে বের হয়ে যায়। পরে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। করিমগঞ্জ থানার ওসি জাকির রাব্বানী লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।