নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা সাইফুল ইসলাম সুমনের ছোট ভাই তাওসিফ কবির সায়েমসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮টি দেশীয়অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত অন্যরা হলো আবুল কালাম, মন্টু মিয়া, শান্ত মিয়া ও সবুজ মিয়া। তাদের কাছ থেকে দুটি রামদা, একটি বড় তলোয়ার, তিনটি বর্শা ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। আটকৃতরা স্থানীয়ভাবে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রাব্বানী জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর গ্রামে সায়েমের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
করিমগঞ্জে উপজেলা চেয়ারম্যানের ভাইসহ পাঁচজন আটক ॥ ৮টি দেশীয়অস্ত্র উদ্ধার
প্রকাশ : Sep 05, 2016 | Comments Off on করিমগঞ্জে উপজেলা চেয়ারম্যানের ভাইসহ পাঁচজন আটক ॥ ৮টি দেশীয়অস্ত্র উদ্ধার