নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে মীরা আক্তার আছমা (১৯) নামে এক তরুণীকে জবাই করে হত্যার ঘটনায় প্রধান আসামী সাদেককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। পরে মঙ্গলবার বিকেলে সে কিশোরগঞ্জ আদালতের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জগলুল হকের কাছে আছমা হত্যার স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রাব্বানী। উল্লেখ্য, গত ১০ আগষ্ট বুধবার রাতের কোনো এক সময় উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া জহিরকোণা গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে মীরা আক্তার আছমাকে কে বা কারা গলা কেটে হত্যা করে। এরপর নিহতের মরদেহ বাড়ির পিছনে একটি জমিতে ফেলে রেখে চলে যায় খুনীরা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ময়না তদন্ত সম্পন্ন করে। এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার ভোররাতে একই গ্রামের মেনু মিয়ার ছেলে সাদেককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সাদেক মীরা আক্তার আছমাকে খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে সে কিশোরগঞ্জ জুডিসিয়াল আদালতের বিচারকের কাছে এ খুনের স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।
করিমগঞ্জের তরণী আছমা হত্যার প্রধান আসামী সাদেকের স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান
প্রকাশ : Aug 23, 2016 | Comments Off on করিমগঞ্জের তরণী আছমা হত্যার প্রধান আসামী সাদেকের স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান