নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার অটোরিকশা চালক মনজিল মিয়া হত্যা মামলার পলাতক আসামি নূরুল ইসলামকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত নূরুল ইসলাম জাল্লাবাদ গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে। বুধবার রাতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক (স্কোয়াড কমান্ডার) মোঃ হাফিজুল ইসলাম বাবুর বরাত দিয়ে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, গত বছরের ৩০শে সেপ্টেম্বর রাতে করিমগঞ্জ উপজেলার কাইকোরদিয়া গ্রাামের মঞ্জু মিয়ার ফিসারী সংলগ্ন সড়কে অটোরিকশা চালক মনজিল মিয়াকে (৫০) গলা কেটে ও পেটে ছুরি ঢুকিয়ে খুন করা হয়। নিহত মনজিল মিয়া উপজেলার জাল্লাবাদ গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে সাতজনকে আসামি করে করিমগঞ্জ থানায় গত বছরের ২রা অক্টোবর মামলা করেন। করিমগঞ্জ থানা এলাকায় দায়িত্ব পালনরত র্যাবের একটি টহল দল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সিংগুয়া গ্রামের মোতালেব নামে এক ব্যক্তির বাড়িতে মনজিল হত্যা মামলার পলাতক আসামি নূরুল ইসলাম অবস্থান করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হলে তাদের নির্দেশে বিকালে মোতালেবের বাড়ির পাশের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।