কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়। কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তর প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি ও মানবজমিন প্রতিনিধি রফিকুল হায়দার টিটু, সাধারণ সম্পাদক ও নয়াদিগন্ত প্রতিনিধি ফখর উদ্দিন ইমরান, যুগ্ন সাধারন সম্পাদক ও সিএনএন বাংলা টিভি প্রতিনিধি মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দিনকাল প্রতিনিধি মাইনুল হক মেনু, সহ-সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভি প্রতিনিধি এখলাছ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক ও সকালের দুনিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহ তাহের, কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি দর্পণ ঘোষ, দপ্তর সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি মাসুম পাঠান, তথ্য ও যোগাযোগ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ কেটিভি প্রতিনিধি আতিকুর রহমান কাযিন, নির্বাহী সদস্য ও কটিয়াদী প্রবাহের সম্পাদক এস এম নজরুল ইসলাম, পিএমটিভি প্রতিনিধি উবাইদুল্লাহ আকন্দ ভুবন প্রমুখ।
আলোচনার শেষে দোয়া পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মাসুম বিল্লাহ তাহের।
কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির শোক দিবস পালন
প্রকাশ : Aug 15, 2020 | Comments Off on কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির শোক দিবস পালন
