মাসুম পাঠান, কটিয়াদী থেকে-
হাওর থেকে ধান আনতে গিয়ে টমটমের নিচে চাপা পড়ে প্রাণ হারাল নেছার উদ্দিন বিজয় (১০) নামের এক স্কুল ছাত্র। ঘটনাটি সোমবার বিকাল ৫ ঘটিকায় ঘটেছে।
নেছার উদ্দিন বিজয় কটিয়াদী উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের বাবুর্চি পাড়া গ্রামের মুদি ব্যবসায়ী কাজল মিয়ার ছেলে। সে চাঁন্দপুর হাজি বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। এলাকাবাসী সূত্রে জানাযায় বিজয় তার বাবার সাথে মানিকখালী পূবের হাওর থেকে নিজেদের জমি থেকে কাটা ধান বাড়িতে নিয়ে আসার সময় টমটমের উপর বসে বাবার সাথে ফিরছিল। বাবুর্চি পাড়া গ্রামে তাদের বাড়ির সামনে আসার পর টমটম থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনা স্থলে প্রাণ হারায় বিজয়। চাঁন্দপুর হাজি বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা পারভীন যুগান্তরকে জানান নেছার উদ্দিন বিজয় চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্র ছিল। সে আজ স্কুলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরিক্ষা দিয়ে বাড়ি ফিরে ধান আনতে বাবার সাথে হাওরে গিয়ে ছিল। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
কটিয়াদী মানিকখালী হাওর থেকে ধান আনতে গিয়ে টমটমের নিচে চাপা পড়ে প্রাণ হারাল স্কুল ছাত্র
প্রকাশ : Apr 24, 2017 | Comments Off on কটিয়াদী মানিকখালী হাওর থেকে ধান আনতে গিয়ে টমটমের নিচে চাপা পড়ে প্রাণ হারাল স্কুল ছাত্র
