মাসুম পাঠান কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মো. ইছাম উদ্দিন মিয়া (৯৬) বৃহস্পতিবার ভোরে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ………… রাজিউন)।
মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বাদ আছর জানাজা শেষে জালালপুর গ্রামে নিজ বাড়ীতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজার নামাজের পূর্বে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান মো. আ. ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, জালালপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. শাহনেওয়াজ ভূঞা শানু, কটিয়াদী দরগাহ জামে মসজিদের ইমাম হাফেজ মো. ছিদ্দিকুর রহমান প্রমূখ।
কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মো. ইছাম উদ্দিন মিয়ার ইন্তেকাল
প্রকাশ : Dec 08, 2016 | Comments Off on কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মো. ইছাম উদ্দিন মিয়ার ইন্তেকাল