কটিয়াদীর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শওকত ওসমান নৌকা প্রতীকে ১৩,৩৪৬, ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটকম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তোফাজ্জল হোসেন খান দিলীপ ধানের শীষ প্রতীক নিয়ে ৫,৩৯৫ ভোট পেয়েছেন এবং স্বতন্ত প্রার্থী মিসেস সালমা আনিকা মোবাইল ফোন প্রতীক নিয়ে ২,২০৮ জাতির পার্টি প্রার্থী অ্যাডভোকেট আলাউদ্দিন আলম লাঙ্গল প্রতীক নিয়ে ১১৭ ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থী আব্দুল বাতেন আম প্রতীক নিয়ে ৫৯ ভোট পেয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭ টায় কটিয়াদী উপজেলা হলরুমে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ ও কটিয়াদী নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা এ ফলাফল ঘোষণা করেন।
কটিয়াদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত আসনে ১১ এবং সাধারণ আসনে কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ১৪ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪৬৬ জন।
উল্লেখ কটিয়াদী পৌরসভা নির্বাচনে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে বেলা সাড়ে ১১টার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন খান দিলীপ ও স্বতন্ত্র প্রার্থী মিসেস সালমা আনিকা কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্টদের মারধর করে বের করে দেয়া, জোর পূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার অভিযোগে সকাল সোয়া ১১ টায় রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়ে পুন:নির্বাচনের দাবী জানান।