logo

কটিয়াদী পৌর আওয়ামীলীগে মস্তোফা সভাপতি পাভেল সম্পাদক

দর্পণ ঘোষ স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর আওয়ামীলীগে গোলাম মস্তোফাকে সভাপতি এবং শাহরিয়ার আহম্মেদ পাভেলকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বুধবার বিকেলে কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. দিলীপ কুমার ঘোষ এক বিবৃতিতে গোলাম মস্তোফাকে সভাপতি এবং শাহরিয়ার আহম্মেদ পাভেলকে সাধারন সম্পাদক পদে নাম ঘোষনা করেন।

উলে­খ্য যে, গত রোববার সন্ধায় কটিয়াদী সরকারী কলেজ মাঠে কটিয়াদী পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধীক প্রার্থী থাকায় কাউকে মনোনীত করা সম্ভব হয়নি। পরে সকল প্রার্থীগণ একমত পোষণ করে বলেন প্রধান অতিথি কিশোরগঞ্জ-২ ( কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ যাকে সভাপতি ও সাধারন সম্পাদক মনোনীত করবেন তাকেই সবাই মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এরই ফলশ্র“তিতে কটিয়াদী পৌর আওয়ামীগের সভাপতি পদে গোলাম মস্তোফা এবং সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার আহম্মেদ পাভেলকে নির্বাচিত করা হয়েছে।
কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. দিলীপ কুমার ঘোষ জানান, মাননীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে কটিয়াদী পৌর আওয়ামীগে গোলাম মস্তোফাকে সভাপতি এবং শাহরিয়ার আহম্মেদ পাভেলকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। পরে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে