logo

কটিয়াদী পৌরসভায় মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত

মাসুম পাঠানঃ
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার মানবিক সহায়তা কমিটির এক সভা বুধবার সকালে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কটিয়াদী পৌর মেয়র মো. শওকত উসমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি, সচিব ও রাষ্ট্রদূত নূর মোহাম্নদ এমপি।
সভায় করোনা পরিস্হিতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন কটিয়াদী মডেল থানার ওসি এম.এ জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল আলিম, পৌর কাউন্সিলর মো. জয়নাল আবেদিন, বিপ্লব সাহা, রণ গোপাল সিংহ, মো. সোহরাব উদ্দিন, রুহুল আমিন শাকিল, মাহফুজুর রহমান মিঠু, মো. হাবিবুর রহমান, শরীফ সরকার, জাহানারা এমদাদ, তিতাস বেগম, কমিটির সদস্য গোলাম মস্তুফা, ভিপি দুলাল বর্মন, স্কাউট প্রতিনিধি ফজলুল কবীর, এনজিও প্রতিনিধি শাহনাজ পারভীন, লুৎফা তাহের। এ ছাড়াও উপস্থিত ছিলেন পৌর সচিব মো. আলমগীর, পৌর সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, বিপিএএস এর ঢাকা বিভাগীয় কমিটির সদস্য ও পৌর টিকাদানকারী সুপারভাইজার মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ পৌর ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ সভাপতি এস.এম নজরুল ইসলাম প্রমুখ।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে