মো. খাইরুল ইসলাম, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রেখা আক্তার (২৬) নামে এক গৃহবধু ৯ দিনেও বাড়ি ফিরেনি । নিখোঁজ গৃহবধুর বাবা বাদশা মিয়া এ বিষয়ে কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। রেখা আক্তার উপজেলার লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামের বাদশা মিয়ার মেয়ে ও একই ইউনিয়নের দশপাখী গ্রামের মনির হোসেনের স্ত্রী।
নিখোঁজ রেখা আক্তারের বাবা বাদশা মিয়া জানান, আমার মেয়ে রেখা আক্তার সাড়ে তিন বছর বয়সের এক ছেলে সন্তানের জননী । সে গত ৩১ মে তারিখ সকালে স্বামীর বাড়ি থেকে আমার বাড়িতে আসে । ঐ দিনই ছেলেকে আমাদের বাড়িতে রেখে তার নিজের চিকিৎসা করানোর জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। এর পর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান, গৃহবধু রেখা আক্তারের নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রী করেছেন তার বাবা। তাকে উদ্ধারের জন্য অনুসন্ধান চলছে।