মাসুম পাঠান, কটিয়াদী থেকে:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য সরকার মো. শাহাব উদ্দিন (৭৬) বার্ধক্যজনিত কারনে বুধবার সন্ধায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন । বৃহস্পতিবার বিকালে জানাযা শেষে বনগ্রাম ইউনিয়নে রাষ্টীয় মর্যাদায় পারিবারি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের কটিয়াদী-পাকুন্দিয়া আসনের এমপি এ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল ওহাব আইন উদ্দিন শোক প্রকাশ করেছেন।
কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সরকার মো. শাহাব উদ্দিন আর নেই।
প্রকাশ : Mar 02, 2017 | Comments Off on কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সরকার মো. শাহাব উদ্দিন আর নেই।
