logo

কটিয়াদী উপজেলা চেয়ারম্যান মুস্তাকুর রহমান করোনায় আক্রান্ত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. মুস্তাকুর রহমান প্রাণঘাতী কোভিড /১৯ এ আক্রান্ত হয়েছেন। সোমবার বিকালে চেয়াম্যানের পারিবারিক সূত্রে এ তথ্য জানা যায়।
গত রোববার (১৬ আগষ্ট) ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে কটিয়াদী উপজেলা চেয়ারম্যানের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়।

কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি তারিকুল মোস্তাক রানা জানান, এভারকেয়ার হাসপাতালে করোনার নমুনা দিয়ে বাবাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করি । বর্তমানে তিনি আগের চেয়ে সুস্থ আছেন । আমার বাবার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন বলেন, উপজেলা চেয়ারম্যান ডা. মুস্তাকুর রহমান করোনা আক্রান্ত হওয়ার খবরে আমরা মর্মাহত হয়েছি। তিনি করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে যাতে জনকল্যান কাজে ফিরে আসতে পারে সেই জন্য তাঁর সুস্থাতা কামনা করি।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে