মাসুম পাঠান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার কর্মসূচীর আওতায় কটিয়াদী উপজেলার সকল ভিক্ষুককে পূণর্বাসন করবেন বলে জানিয়েছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ এমপি।
উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন বাস্তবায়নের মাধ্যমে ভিক্ষুক মুক্ত কটিয়াদী উপজেলা গড়ার লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে গরু, ছাগল, সেলাই মেশিন ইত্যাদি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এক কথা বলেন তিনি।

শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছার সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মইনুর রহমান মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মো. তানভীর হাসান, কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, বনগ্রাম ইউপি চেয়ারম্যন কামাল হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর প্রমুখ।
অনুষ্ঠানে ভিক্ষুকদের মাঝে ২টি মোদির দোকান, ৭টি সেলাই মেশিন, ২০টি ছাগল ও ৮টি গরু বিতরণ করা হয়।