কটিয়াদী সংবাদদাতাঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ডা. মো. মুস্তাকুর রহমান ( ঘোড়া প্রতিক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী ডা. মো. মুস্তাকুর রহমান প্রাপ্ত ভোটের সংখ্যা ১৬৩৮০ এবং তাঁর নিকটতম আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তানিয়া সুলতানা হ্যাপী ( নৌকা প্রতিক) পেয়েছেন ১৫৩৭০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে রেজাউল করিম শিকদার ( তালা) ১৮৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম মো. বকুল মিয়া( টিউবওয়েল) পেয়েছেন ১৬৭৮৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রোকসানা (ফুটবল) ২৬৮৩৩ ভোট পেয়ে। নিকটতম প্রতিদন্ধি বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম পেয়েছেন ১৪১৩৯ ভোট।
উপজেলায় ৮৯ টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ৪২২ জন। মোট প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ছিল ৫৫৬৮৬। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মাঝে অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপিরর কোন অভিযোগ পাওয়া যায়নি।