মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক ডা. শামসুল আলম গোলাপ আর নেই। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ৩ টায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী,৩ ছেলে এবং ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভার্থী রেখে গেছেন। তিনি দীর্ঘ ৪৩ বছর ধরে আওয়ামীলীগের কটিয়াদী উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কটিয়াদী ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। এই ত্যাগী ও বর্ষীয়ান নেতার মৃত্যুতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ সাবেক আইজিপি নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-০৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সাংসদ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিসিবি’র ঢাকা বিভাগীয় পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব আইন উদ্দিন গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শুক্রবার বিকাল ৩ ঘটিকায় সময় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।