মাহমুদ কামালঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামের তরুন ও যুবকদের উদ্যােগে মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে কর্মহীন,দরীদ্র অসহায় ৩শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, আওয়ামীলীগ নেতা লুৎফর রহমানের উদ্যােগে স্থানীয় স্বেচ্ছাসেবক তরুণ ও যুবকদের নিয়ে একটি ফান্ড গঠন করেন। এই ফান্ড থেকে গ্রামের কর্মহীন হয়ে পড়া মানুষ গুলোর বাড়ি বাড়ি গিয়ে খাবারসামগ্রী পৌঁছে দেয়া হয়। খাদ্যসামগ্রী মধ্য ছিল ৪ কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু। খাদ্যসামগ্রী বিতরণে জন্য আর্থিক সহযোগীতা প্রদান ও স্বেচ্ছাসেবক হিসেবে এই মানবিক কাজে অংশ গ্রহণ করেন পাইকসা জনকল্যাণ যুব সংঘের সভাপতি মো. আসাদ মিয়া, আচমিতা ইউনিয়ন আওয়ালীগের ৯ নং ওয়ার্ড সভাপতি আজিজুল ইসলাম জয়নাল, সাধারণ সম্পাদক এ.কে.এম রাজীব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান, আবু সিদ্দিক, আনন মিয়া, মো. সোহাগ, মনিরুজ্জামান মনি, মো. রাসেল মিয়া, মো.শফিকুল ইসলাম, মো. রিফাত, মো. মাহবুবুর রহমান মাহবুব, মো. রাজীব, মো. দুলুমিয়া প্রমুখ।
কটিয়াদী’র পাইকসা গ্রামে ৩শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশ : Apr 24, 2020 | Comments Off on কটিয়াদী’র পাইকসা গ্রামে ৩শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
