logo

কটিয়াদী’র পাইকসা গ্রামে ১শ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করলেন প্রাথমিকের শিক্ষক


মো. রফিকুল ইসলামঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাধীন আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামে করোনা প্রার্দুভাবের কারণে কর্মহীন হয়ে পড়া এক’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী সহ নগদঅর্থ বিতরণ করেছেন পাইকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদ কামাল।
এলাকাবাসী জানান, মাহমুদ কামালের একান্ত প্রচেষ্টায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাত্তন ছাত্র আবদুর রহমানের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল থেকে নগদ অর্থ সহ মোট একশ পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। তিনি নিজে প্রতিটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ সামগ্রী পৌঁছে দেন। ।ইতিপূর্বে মাহমুদ কামাল করোনা প্রদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন হতদরিদ্র পরিবারের মাঝে আশ্রয় সামাজিক সংগঠনের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। মাহমুদ কামাল চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাত্তন মেধাবী ছাত্র ছিলেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে