logo

কটিয়াদীর নিখোঁজ দুই কলেজ ছাত্রের লাশ উদ্ধার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীর পৃথক দুই ঘটনায় নিখোঁজ ইকরামুল ইসলাম সৌরভ (২০) ও মো. সোহেল রানা (২১) নামে দুই কলেজ ছাত্রের লাশ নদী থেকে সোমবার সকালে উদ্ধার করেছে পুলিশ।
ইকরামুল ইসলাম সৌরভ কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইমুল ইসলাম কামরুলের পুত্র ও কিশোরগঞ্জ ওয়ালিনেয়াজ খাঁন কলেজের ইংরেজী (অনার্স) ২য় বর্ষের ছাত্র এবং সোহেল রানা নরসিংদী জেলার মনোহরদী উপজেলাধীন চরমান্দালিয়া ইউনিয়নের মজিতপুর গ্রামের মো. আব্দুল কাদিরের পুত্র ও রাজধানীর ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ( অনার্স) তৃতীয় বর্ষের ছাত্র।

মৃত ইকরামুল ইসলাম সৌরভের ভাই প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, শনিবার দিন সৌরভ তার ভাই ও বন্ধুদের নিয়ে কটিয়াদী থেকে পর্যটন এলাকা হাওড়াঞ্চলের করিমগঞ্জ ও মিঠামইনে আনন্দ ভ্রমনে যায়। নৌকা দিয়ে মিঠামইন হতে ফেরার পথে করিমগঞ্জ উপজেলাধীন হাসানপুর ব্রিজের নিচে প্রবল স্রোতের মধ্যে গোসল করার সময় একই পরিবারের সদস্য হাদিউল ইসলাম রুবেল, ইকরামুল ইসলাম সৌরভ ও ফারহান শোভন নামে তিন জন গভীর পানিতে ডুবে নিখোঁজ হয়। শনিবার সন্ধায় শামসুল ইসলাম ইসমাইলের পুত্র প্রভাষক হাদিউল ইসলাম রুবেল (৩৩) কে মৃত এবং তার চাচাতো ভাই দশম শ্রেণির শিার্থী ফারহান শোভন (১৭) কে স্থানীয় ডুবুরি দল জীবিত অবস্থায় উদ্ধার করেও ইকরামুল ইসলাম সৌরভের কোন সন্ধান পাওয়া যায়নি। এঘটনার দুই দিন পর হাসানপুর ব্রিজ হতে ২ কিলোমিটার দক্ষিণে জেলেরা একটি ভাসমান মৃত দেহ দেখতে পেয়ে করিমগঞ্জ থানায় সংবাদ পাঠায় । করিমগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে আমাদেরকে খবর দিলে আমরা উপস্থিত হয়ে লাশটি সৌরভের বলে নিশ্চিত করি।

অপরদিকে কিশোরগঞ্জের কটিয়াদী ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া আরিয়ালখাঁ নদে সাঁতার কাটার সময় মো. সোহেল রানা (২১) নামে এক কলেজ ছাত্র পানিতে ডুবে রোববার দুপুরে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার সন্ধান পর্যন্ত চেষ্টা চালিয়েও সোহেলের কোন সন্ধান করতে পারেনি। সোমবার সকালে কটিয়াদী উপজেলাধীন জালালপুর ইউনিয়নের মৃধা বাড়ি খেয়া ঘাটে তার লাশটি ভেসে উঠে।

মৃত সোহেলের পিতা মো. আব্দুল কাদির জানান কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়াই আমার ছেলের লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান নদীর পানিতে তলিয়ে যাওয়া ইকরামুল ইসলাম সৌরভ নামে এক শিার্থীর লাশ সোমবার সকালে নদী থেকে উদ্ধার করা হয়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে