আতিকুর রহমান কাযিন, নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ী ও ৬ মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টা বাচ্চু পাগলার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর-বাট্টা গ্রামের শফিকুল ইসলাম বাচ্চু ওরফে পাগলা (৫০), সাদেক (২৮), ইসমত আলী (৩০), মোহাম্মদ মিজান (৩০), জামিল (৩০), তোফাজ্জল হোসেন (২৮), হারুন ( ৩০), মো. উজ্জল হোসেন (৩৮) ও ফারজুল হোসেন (৩৬)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাট্টা হাওর তদন্তের কেন্দ্রের ইনচার্জ সুমন সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টা বাচ্চু পাগলার বাড়ি থেকে ৩ জন মাদক ব্যবসায়ী ও ৬ মাদকসেবীকে আটক করা হয়।
বাট্টা হাওর তদন্তের কেন্দ্রের ইনচার্জ সুমন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কাল কারাগারে পাঠানো হবে।