ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদকঃ ৩০ মে ২০২০
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫ দিনে নতুন করে আরো ১৬ বছরের ১ কিশোরসহ ৩ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ মে এবং ২৫ মে পাঠানো ১০ জনের নমুনা রিপোর্টে ১ কিশোরের শরীরে করোনা সনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত কিশোরের বাড়ি কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া মহল্লার ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে। এ নিয়ে কটিয়াদী উপজেলায় ৫ দিনের ব্যবধানে ৩ জন করোনায় আক্রান্ত হলেন। গত ২৩ মে পাঠানো রিপোর্টে আক্রান্ত যুবকের (২৬) বাড়ি উপজেলার আচমিতা ইউনিয়নের ঘিলাকান্দি ক্লিনিকের নিকট মধ্যপাড়া গ্রামে ও গত ২০ মে আক্রান্ত যুবকের(৩০) বাড়ি সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটা গ্রামে।আজ শনিবার (৩০ মে) বিকেলে পাওয়া রিপোর্টে এ তথ্য জানা গেছে ।
কটিয়াদী উপজেলায় এর আগে ১৭ জন আক্রান্ত হয়েছিলেন। নতুন করে আরো ১ জনসহ ৩ জন আক্রান্ত হওয়ায় উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২০ জনে। আক্রান্তের ২০ জনের মধ্যে ১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইতিমধ্যে উপজেলায় ১২ জন স্বাস্থ্যকর্মী করোনা থেকে সুস্থ হয়েছেন।
কটিয়াদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান,গত ২৪ এবং ২৫ মে পাঠানো ১০ জনের নমুনা রিপোর্টে নতুন করে এক কিশোরের করোনা রিপোর্ট পজেটিভ আসায় তার পরিবারের অন্যান্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।তাছাড়া গত ২৩ মে আক্রান্ত যুবকের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে বলে জানান তিনি।