logo

কটিয়াদীতে ১৬৫০ পিস ইয়াবাসহ নারী আটক

কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে মরিয়ম বেগম (৩৯) নামে এক নারীকে ১৬৫০ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ আটক করেছে।

মঙ্গলবার সকালে কটিয়াদী উপজেলার করগাঁও এলাকায় থেকে তাকে আটক করা হয়।

মরিয়ম বেগম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দীঘিরপাড় গ্রামের মো. বকুলের স্ত্রী। তিনি বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সবুজবাগ সড়কে এমরান সওদাগরের বাসায় ভাড়া থাকে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন এ বিষয়টি নিশ্চিত করে বলেন মরিয়ম বেগম একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম কটিয়াদী উপজেলার করগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৬৫০ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মরিয়ম বেগমকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

তার বিরুদ্ধে কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে