ফখর উদ্দিন ইমরান
কিশোরগঞ্জের কটিয়াদীতে হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের ত্রী বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে হোটেল শ্রমিক ইউনিয়নের কটিয়াদী শাখার সভাপতি মো. মনজিল মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস.এম রোমান হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। সম্মেলন শুভ উদ্বোধন করেন কটিয়াদী মডেল থানার পরিদর্শক ( তদন্ত) মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন যুগান্তরের কটিয়াদী প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী নুরুল ইসলাম মাস্টার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন বাবুল, সংস্কৃতি কর্মী ফয়সাল আহম্মেদ, মো. সোলায়মান, জালাল বাবুর্চি, বিল্লাল মিয়া প্রমুখ।