কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দূর্ঘটনায় আহত জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বিল্লাল (৫০) বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন।
শফিকুল ইসলাম বিল্লাল উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া গ্রামের মৃত সেকান্দর আলীর পুত্র ও কটিয়াদী মাতৃছায়া মডেল একাডেমি প্রতিষ্ঠাতা, শিকদার ক্যাডেট একাডেমির পরিচালক এবং কটিয়াদী উপজেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি ।
কটিয়াদী উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু জানান মঙ্গলবার দিন ফজরের নামাজ আদায় করার জন্য উপজেলা সরকারি আবাসিক কোয়াটার থেকে মসজিদে যাওয়ার পথে কিশোরগঞ্জ- ভৈরব মহাসড়কটি পারাপারের সময় একটি মালবাহী কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুস সালাম জানান মঙ্গলবার সকালে দূর্ঘটনার পর চালক পালিয়ে যায়, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।