logo

কটিয়াদীতে সড়ক দূর্ঘটনায় গুরুতর অবস্থায় : ঢাকা অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে আরিফুল ইসলাম ইমন

মাসুম পাঠান কটিয়াদী থেকে:

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দূর্ঘটনায় গুরুতর অবস্থায় ঢাকা অ্যাপোলো হাসপাটালে লাইফ সাপোর্টে রয়েছেন আরিফুল ইসলাম ইমন।

জানা যায়, গতকাল শনিবার সকালে মোটর সাইকেল দিয়ে মসূয়া থেকে কটিয়াদী আসার পথে উল্টো পূষ্টে একটি গাড়ী এসে ধাক্কা দিলে ইমন দূর্ঘটনা কবলে পরে।  পরে ক্রমশ সেই সমস্যা গুরুতর হয়ে ওঠে৷

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, তার মাথায় পচন্ড আঘাত লেগেছে।  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভাগলপুর জহিরুল হাসপাতালে নেওয়ার কথা বল্লে  তারপরই বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে কিছুক্ষন থাকার পর তাকে  ঢাকা অ্যাপোলো হসপিটালে আই.সি.ইউতে ভর্তি করা হয় আরিফুল ইসলাম ইমনকে।

পারিবারিক সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম ইমন সড়ক দুর্ঘটনায় গতকাল থেকে ঢাকা অ্যাপোলো হাসপাতালে  আই.সি.ইউতে লাইফ সাপোর্টে আছে তার জ্ঞান ফিরছেনা বলে জানান তারা।

এ ব্যাপারে ডাক্তার বলছে, হাত পা এর চিকিৎসা পরে আগে তার জ্ঞান ফিরতে হবে।  মাথার ভিতরে রক্ত ক্ষরণে তেমন বড় কোনও ক্ষতি না হলেও জ্ঞান ফিরছে না।  এম.আর.আই রির্পোট না জানা পযন্ত কিছু বলা যাচ্ছে বলে জানান তিনি।

আহত ইমনের মামা সফিকুল ইসলাম নাজনু দু:খ প্রকাশ করে বলেন, মামা হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।  আপনারা আল্লাহ ওয়াস্তে আমার ভাগিনা ইমন কে ক্ষমা করে দিবেন।  ভাগিনার অবস্থা সত্যিই খুব খারাপ।  সে জীবিত অবস্থায় আমাদের মাঝে ফিরবে কিনা তা একমাত্র আল্লাহ জানে।   তিনি সকল স্থরের জনগনের কাছে দোয়া চেয়েছেন।

Comments are closed.প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে