মো. খাইরুল ইসলাম, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় মো শিপন মিয়া (৩০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। নিহত শিপন মিয়া পাশবর্তী কুলিয়ারচর উপজেলার উসমান পুর গ্রামের নূরু মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহা সড়কের পৌর সদরে কটিয়াদী বাস্টট্যান্ডের বিদ্যুৎ কেন্দ্রের সামনে।
নিহত শিপন মিয়ার বড় ভাই জারমান মিয়া জানান, আমার ছোট ভাই পেশায় সিএনজি চালক, সে সকালে ভাড়া নিয়ে কিশোরগঞ্জ যাওয়ার পথে কটিয়াদী বাস্টট্যান্ড বিদ্যুৎ কেন্দ্রের সামনে সিএনজিকে মাছবাহী পিকআপ চাপা দেয়। ঘটনাস্থলেই আমার ছোট ভাই শিপনের মৃত্যু হয়।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিকুল ইসলাম বলেন, পিকআপ-সিএনজি সংঘর্ষে সিএনজি চালক শিপন মিয়ার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। পিকআপ চালক পালিয়ে যায়।