কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার (২২) নামে বাংলাদেশ সেনাবাহিনীর এক ল্যান্স কর্পোরালেরর স্ত্রী নিহত হয়েছেন। নিহত জেসমিন আক্তার সিলেট ক্যান্টনমেন্টে কর্মরত ল্যান্স কর্পোরাল মো. হাফিজুর রহমানের স্ত্রী। তার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের কামারেরচর গ্রামে। এ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সাড়ে এগারোটার দিকে ভৈরব- কিশোরগঞ্জ মহাসড়কে কটিয়াদী উপজেলাধীন আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম বাসষ্ট্যান্ডের উত্তর দিকে মোবাইল টাওয়ারের কাছে।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুস সোবহান যুগান্তরকে জানান নিহত জেসমিন তার স্বামীর সাথে সিলটে বসবাস করতো। ঈদ উপলক্ষে তিনি প্রাইভেট কারে করে জামালপুর জেলার দেওয়ানগঞ্জে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কিশোরগঞ্জ হতে আসা একটি মালবাহী ট্রাকের পিছনের চাকা পাংচার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটির পিছনে ধাক্কা দেয়। এরপর প্রাইভেটকার ও ট্রাকটি রাস্তা থেকে নিচের জমিতে পড়ে গেলে ঘটনাস্থলেই জেসমিন আক্তারের মৃৃত্যু হয়। এ ঘটনার সংবাদ পেয়ে সিলেট হতে জেসমিনের স্বামী হাফিজুর রহমান কটিয়াদীতে ছুটে আসেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয় চলছে।
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় ল্যান্স কর্পোরালের স্ত্রী নিহত
প্রকাশ : Jul 25, 2020 | Comments Off on কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় ল্যান্স কর্পোরালের স্ত্রী নিহত
