মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জর কটিয়াদীতে যাত্রীবাহি ব্যাটারি চালিত অটোরিক্সা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সাড়ে ১১টায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার মধ্যপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলেই প্রাণ হারান অর্থ মন্ত্রনালয়ের উপ-সচিব ড. মো. আব্দুরর রহিমের পিতা পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের অব. স্কুল শিক্ষক আব্দুল আজিজ (৮০) ও টমটম চালক মো. খোকন মিয়া (৪০) কে হাসপাতালে আনার পর মারা যান। আহরা হচ্ছেন বিল্লাল মিয়া (২২) চরিয়াকোনা, অহিদ মিয়া (৩৫) কটিয়াদী পশ্চিম পাড়া, সোরাইয়া (৩৫) বানিয়াগ্রাম, এমরান (১৪) বানিয়াগ্রাম, অটোচালক শাজাহান (৪৫) পাকুন্দিয়া, অজ্ঞাত ৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজরিনা তৈয়ব জানান গুরুত্বর আহত খোকন মিয়াকে হাসপাতালে আনার পর মারা যায় । বিল্লাল মিয়া, সোরাইয়া ও এমরানকে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে । কটিয়াদী হাইওয়ে ফাঁড়ীর ইনচার্জ এসআই আক্তাররুজ্জামান বলেন দুর্ঘটনায় ২জন নিহত হলেও আহতদের সঠিক সংখ্যা তিনি জানেন না ।
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় উপ-সচিবের পিতাসহ নিহত ২ আহত ৮
প্রকাশ : Jun 15, 2017 | Comments Off on কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় উপ-সচিবের পিতাসহ নিহত ২ আহত ৮
