কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা ও সাবেক আহ্বায়ক তারিকুল মোস্তাক রানার পাজেরো জিপ, পয়েন্ট ২২ বোরের রাইফেল, একটি ম্যাগজিন ও ১৮ রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধায় কটিয়াদী পৌরসভার কমরভোগ মহল্লায়। তারিকুল মুস্তাক রানা কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকূর রহমানের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে তারিকুল মোস্তাক রানার স্ত্রী সালমা আনিকা মেয়র পদে সম্ভাব্য প্রার্থী ।
শনিবার বিকালে কটিয়াদী পৌরসভার কমরভোগ এলাকায় তার স্ত্রীকে নিয়ে একটি মহিলা সমাবেশ করার সময় পুলিশ হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রানা পালিয়ে যান বলে পুলিশ জানায়। তাকে ধরতে না পেরে পুলিশ তার ব্যবহৃত পাজেরো গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।
পুলিশ সংবাদকর্মীদের উপস্থিতিতে পাজেরো জিপটি তল্লাশি করে একটি পয়েন্ট ২২ বোরের রাইফেল, ১৮ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা তারিকুল মুস্তাক রানার স্ত্রী সালমা আনিকা রাইফেল ও পাজেরো গাড়িটির বৈধ কাগজপত্র প্রদর্শন করেন । স্বেচ্ছাসেবক লীগ নেতা তারিকুল মুস্তাক রানার স্ত্রী আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী সালমা আনিকা জানান , আসন্ন পৌরসভা নির্বাচনে আমি একজন সম্ভাব্য মেয়র প্রার্থী। আমার স্বামীকে নিয়ে পৌরসভার কমরভোগে মোহাম্মদ মোস্তফার বাড়িতে মহিলাদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করছিলাম । এ সময় পুলিশ সমাবেশে হানা দিয়ে আমাদের ব্যবহৃত পাজেরো জিপটি থানায় নিয়ে আসে । গাড়িতে থাকা আমার স্বামীর নামে বৈধ একটি রাইফেল এবং পাজেরো জিপটি পুলিশ জব্দ করেছে । আমি জব্দ তালিকার কাগজপত্র নিয়ে বাসায় চলে যায় ।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম. এ জলিল কে জানান, তারিকুল মুস্তাক রানার বিরুদ্ধে মারামারি সংক্রান্ত দুটি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান চালিয়েছিল। এ সময় তিনি পালিয়ে যান। একটি আগ্নেয়াস্ত্রটি ও একটি পাজেরো জিপ জব্দ করা হয়েছে । আগ্নেয়াস্ত্রটি লাইসেন্সকৃত, এ বিষয়ে যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
কটিয়াদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার পাজেরো ও রাইফেল জব্দ
প্রকাশ : Oct 11, 2020 | Comments Off on কটিয়াদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার পাজেরো ও রাইফেল জব্দ
