স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, রোববার স্কুল ছাত্রী বাড়ী থেকে স্কুলে আসার পথে একই এলাকার চার বখাটে মুখচাপা দিয়ে জোরপূর্বক তাকে ধরে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষনের চেষ্টা চালালে তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অপরাধীরা পালিয়ে যায়। রাতে ছাত্রীর পিতা ফারুকুল ইসলাম বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় চারজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৭, তারিখ ২৪-০৭-২০১৬ইং। পুলিশ রাতে অভিযান চালিয়ে রিজন (২৫) ও এখলাছ (১৯)কে গ্রেফতার করে, সোমবার কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী মডেল থানার এসআই মোঃ বাবুল হোসেন বলেন, অভিযোগ দাখিলের পর দুইজনকে গ্রেফতার করেছি। বাকী দুই আসামী সানী ও জনিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
কটিয়াদীতে স্কুল ছাত্রী ধর্ষনের চেষ্টা গ্রেফতার-২
প্রকাশ : Jul 25, 2016 | Comments Off on কটিয়াদীতে স্কুল ছাত্রী ধর্ষনের চেষ্টা গ্রেফতার-২
