রফিকুল হায়দার টিটু
কিশোরগঞ্জের কটিয়াদীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) চলমান দু:শাসন ও লুটপাটের প্রতিবাদে এক পদযাত্রা কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।
উপজেলা কমিটির সভাপতি সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সিপিবি সভাপতি কমরেড সৈয়দ নজরুল ইসলাম, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, কিশোরগঞ্জ শহর শাখার সম্পাদক এড. হাসান ইমাম রঞ্জু, কটিয়াদী উপজেলা শাখার সম্পাদক মস্তোফা কামাল নান্দু, শ্রমিক নেতা অধ্যাপক ফরিদ আহাম্মদ, হাবিবুর রহমান হিরা ও কৃষক নেতা নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা, দু:শাসন, দূর্নীতি, লুটপাট, খুন-গুমের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়ানোর আহবান জানান। তাছাড়া গডফাদার, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেয়া, কলেজ-বিশ্ববিদ্যালয় দখল মুক্ত, টর্চার রুম গুড়িয়ে দেয়া এবং লাগামহীন দ্রব্য মূল্য নিয়ন্ত্রনসহ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ব হয়ে শোষণ মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে দ্বি দলীয় দু:শাসনের বিরুদ্ধে বাম বিকল্প গড়ে তোলার আহবান জানান।