কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে সিদ্দিকুর রহমান (৬০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে কটিয়াদী বাজার থেকে বাড়ি ফেরার পথে চরনোয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমান উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের মৃত মো. আবদুল মন্নাফের পুত্র ও জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ।
স্বজনরা জানান, বুধবার রাত ৯ টার দিকে কটিয়াদী বাজার হতে বাড়ি ফেরার পথে সিদ্দিকুর রহমানকে একদল দুর্বৃত্ত এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ভাগলপুর জহুরুর ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়।
কটিয়াদী থানার ওসি এম এ জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
কটিয়াদীতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
প্রকাশ : Sep 10, 2020 | Comments Off on কটিয়াদীতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
