আব্দুল্লাহ আল মামুন, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে পৌর সভার সর্বস্তরের জনগণের আয়োজনে সন্ত্রাস, জঙ্গী ও মাদক বিরোধী সমাবেশ রোববার বিকালে অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী বাসস্ট্যান্ডে মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও নজরুল ইসলাম স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, পৌর মেয়র মো. শওকত উসমান, কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ এম এ জলিল, কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, কটিয়াদী উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুল মান্নান মান্না, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম তাহের, কটিয়াদী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মন, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মামুন প্রমুখ। সমাবেশে বক্তাগণ কটিয়াদীতে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
কটিয়াদীতে সন্ত্রাস, জঙ্গী ও মাদক বিরোধী সমাবেশে অনুষ্ঠিত
প্রকাশ : Nov 17, 2019 | Comments Off on কটিয়াদীতে সন্ত্রাস, জঙ্গী ও মাদক বিরোধী সমাবেশে অনুষ্ঠিত
