কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে মাসুম পাঠান:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার কটিয়াদী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, পৌর মেয়র শওকত উসমান শুক্কুর আলী, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ ছালাম মিয়া ফেকামার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, কটিয়াদী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহাফুজ, উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি ও বেতাল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, মসয়া ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিছ আলী, বনগ্রাম ইউ.পি চেয়ারম্যান কামাল হোসেন মিলন,কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান হামিদ, সাংবাদিক সারোয়ার হোসেন শাহিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, কটিয়াদী বাজার দরগাহ জামে মসজিদেও ইমাম মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান প্রমূখ।
কটিয়াদীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ
প্রকাশ : Aug 13, 2016 | Comments Off on কটিয়াদীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ
