কটিয়াদী( কিশোরগঞ্জ )প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে আবু বাক্কার (৩৬) নামের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে ইতোমধ্যে সর্বমহলে ব্যাপক আলোচনা চলছে।
মঙ্গলবার রাতে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লার একটি টিনসেট বাসা থেকে শরীরে বিদ্যুতের তার জড়ানো উলঙ্গ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
নিহত আবু বাক্কার পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের টুটারজঙ্গল গ্রামের মৃত তাহের উদ্দিনের পুত্র ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আবু বাক্কার দীর্ঘদিন ধরে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লায় উপ- সহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেনের বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সোমবার দুপুর থেকে আবু বাক্কারের ফোন বন্ধ থাকায় মঙ্গলবার দুপুরে তার স্ত্রী সেবিনা খাতুন খোঁজ নিতে পাকুন্দিয়া থেকে কটিয়াদী ভোগপাড়া বাসায় আসেন। এসময় বসতঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় স্ত্রীর সেবিনার। পরে বাসার মালিককে সাথে নিয়ে ঘরে প্রবেশ করতেই টয়লেটে তার মৃত লাশ দেখতে পায় । মৃত দেহে বিদ্যুতের ছিঁড়া তার জড়ানো ছিল। বিদ্যুতের শকে শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবার বলছে, আবু বাক্কারকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
কটিয়াদী ওসি এস এম শাহাদাত হোসেন জানান, লাশের সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
কটিয়াদীতে শ্রমিকের রহস্যজনক মৃত্যু
প্রকাশ : Jun 23, 2021 | Comments Off on কটিয়াদীতে শ্রমিকের রহস্যজনক মৃত্যু
