logo

কটিয়াদীতে শিল্পপতি নুরুল ইসলাম স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল

মাসুম পাঠান
বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা, বীর মুক্তি যোদ্ধা নূরুল ইসলাম দেশপ্রেমিক সাহসি উদ্যোক্তা ছিলেন। তিনি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান তৈরির পাশাপাশি দেশের উন্নয়নের নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি অর্জিত সকল অর্থ দেশে বিনিয়োগ করেছেন । তাঁর মত দেশপ্রেমিক বাংলাদেশে বিরল বলে উল্লেখ করেন বক্তগণ।
কিশোরগঞ্জের কটিয়াদীতে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজেন মঙ্গলবার বিকালে কটিয়াদী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে তাঁর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোকসভা ও দোয়া মাহফিলে কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের কটিয়াদী উপজেলা প্রতিনিধি অধ্য ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে ও স্বজনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, কটিয়াদী কলেজের সাবেক ভিপি ও স্বজন উপদেষ্টা মো. গিয়াস উদ্দিন, কটিয়াদী সমাচারের সম্পাদক ও স্বজন উপদেষ্টা সারোয়ার হোসেন শাহীন, স্বজনের উপজেলা শাখার সহ-সভাপতি ও কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ, অষ্টগ্রাম প্রেসকাবের সাধারণ সম্পাদক ফরিদ রায়হান, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ও স্বজনের উপজেলা শাখার সহ-সভাপতি এনামুল হক বাবু, কটিয়াদী রক্তদান সমিতির সমন্নয়ক বদরুল আলম নাঈম, কটিয়াদী নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সভাপতি শামসুল আলম, সাংবাদিক আতিকুর রহমান কাযিন, স্বজন আবদুল্লাহ আল মামুন, আচমিতা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. সবুজ মিয়া, হুমায়ুন আজাদ, স্বজন শেখ রিয়াদ পিন্টু, ওমর ফারুক প্রমুখ ।

দোয়া মাহফিল পরিচালনা করেন কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. জহিরুল হক।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে