কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোর জলক সংগঠনের আয়োজনে ১২৫ জন অসহায় লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শনিবার বিকালে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয় মাঠে কটিয়াদী সোনালি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও আলোর জলক সংগঠনের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী ডিগ্রী কলেজের সাবেক ভিপি শিল্পপতি মো. সিদ্দিকুর রহমান ভূঞা।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাজহারুল হক জাকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম বোরহান উদ্দিন, সাবেক এজিএস রুহুল আমিন রেনু, আলোর জলক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. কবির উদ্দিন, সমাজ সেবক নাছির উল্লাহ ভুইয়া সজল, আওয়ামীলীগ নেতা কফিল উদ্দিন, মসুয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন প্রমুখ।