মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলে শনিবার সকালে শহীদ মিনার ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. মোস্তাকুর রহমান। বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলী সবুজ, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. তানভীর হাসান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, উপজেলা কৃষি কর্মকর্তা মুকশেদুল হক প্রমুখ । উপজেলা পর্যায়ে কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।