মোহাম্মদ মোস্তফা জাকির, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের ৯টি গ্রামের ৮শত পরিবারে মহামারী করোনার প্রভাবে কর্মহীন অসহায়দের মাঝে মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেন জননী রিয়াল এষ্টেটের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মো. আব্দুল কাদীর ।
বৃহস্পতিবার সকালে উপজেলার লোহাজুরী দারুল উলুম কওমী মাদ্রাসার মাঠে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামীম মুফতী আব্দুর রশিদ ওয়াহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অসহায় মানুষের বন্ধু দানবীর আলহাজ্ব হাফেজ মো. আব্দুল কাদীর । মাদ্রাসার নায়েবে মুহতমীম মুফতী মো. হাবিবুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর। এই সময় উপস্থিত ছিলেন খিদিরপুর ডিগ্রী কলেজের প্রভাষক মো. আব্দুল হাসিম, লোহাজুরী ইউপি সদস্য মো. আব্দুর রশিদ, সমাজসেবক আতাউর রহমান আফ্রাদ, কটিয়াদী খোদেজা ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী সাব্বির আহম্মেদ সুমন, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান ডিলার, মেসার্স মোস্তফা ইলেকট্রনিক্স এর পরিচালক মোস্তাফিজুর রহমান মোস্তফা, তাজুল ইসলাম খোকন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. রবিউল আওয়াল, শ্রমিকলীগ নেতা বদরুল ইসলাম বাদল, স্বদিচ্ছা সামাজিক সংগঠনের সমন্নয়ক মনির হোসেন শিমুল প্রমুখ।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, আলু, খেজুর, পেঁয়াজ ও চিনি। লোহাজুরী ইউনিয়নের ৯টি গ্রামের ৮শত নারী পুরুষ খাদ্যসামগ্রী গ্রহন করেন। হাফেজ মো. আব্দুল কাদীর এলাকায় দানবীর হিসাবে পরিচিত। তিনি কটিয়াদী, মনোহরদী ও বেলাব উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় আর্থিক সহযোগীতা এবং অসহায় মানুষের চিকিৎসা, লেখাপড়ার দায়িত্ব গ্রহন, বিবাহ অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে মুক্তহস্তে দান করে আসছেন।