মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদীতে শুক্রবার রাতের আধারে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় হাড় কাঁপানো শীতে ছিন্নমূল অসহায় গরিবদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা কম্বল বিতরণ করেন । উপজেলার আচমিতা, বানিয়াগ্রাম ও পাইকসা বাজারে অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও রাস্তার পাশে বস্ত্রবিহীনদের শরীরে কম্বল জড়িয়ে দেন। এই সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুর রহমান রুবেল, কটিয়াদী উপজেলা প্রকৌশলী শাহ আলম, সিএ আব্দুর রহমান প্রমুখ।
কটিয়াদীতে রাতের আধারে ইউএনওর ছিন্নমূল অসহায় গরিবদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ : Dec 21, 2019 | Comments Off on কটিয়াদীতে রাতের আধারে ইউএনওর ছিন্নমূল অসহায় গরিবদের মাঝে কম্বল বিতরণ
